ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ চৈত্র ১৪৩১, ৮ জ্বমাদিউল সানি ১৪৪৬

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন



সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান করার অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়। রাত পোহালেই সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের পর্ব শুরু হবে।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতকার্য পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা সালেহানূর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুবাইয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান, সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, ছাত্রলীগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।


   আরও সংবাদ