বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মাহফুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নারায়ণগঞ্জ - ৩) সোনারগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে (নারায়ণগঞ্জ - ৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ বাংলাদেশকে প্রস্তুত করতে শিক্ষা ব্যবস্থায় আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। ভবিষ্যতে স্মার্ট শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের প্রথম সারির নাগরিক।
এসময় সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন স্কুল এর শিক্ষক, শিক্ষিকা বৃন্দ এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ তাঁদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন