ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১১ জ্বিলক্বদ ১৪৪৫

সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান



সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ (৯ মার্চ, শনিবার) মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ ফিরোজ জামান মোল্লা, যুগ্ন আহ্বায়ক আতিক উল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে হবে। সেজন্য পাঠদানে বাস্তব উপযোগী বিষয় ও হাতে কলমে শিক্ষার প্রতি গুরুত্ব বাড়াতে হবে।শিক্ষার্থীদের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে তাদের সব সময় বাস্তব জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমি আলোচনা করে তাদের ভবিষৎ স্বপ্ন ও সৃজনশীলতার বিকাশে করনীয় জানতে চাইব। আমার মনে হয় মেঘনা শিল্পনগরী মডেল স্কুল এন্ড কলেজে স্মার্ট বাংলাদেশ গড়তে অনেক কিছুই রয়েছে। যা আমার দেখা মতে অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ে এই বিদ্যালয় অনেকদুর এগিয়ে।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত সকল অতিথিরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠ শিল্পী ইমরান, দিপু, মীম ও লোকমান এ বছরের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন।


   আরও সংবাদ