ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ চৈত্র ১৪৩১, ৮ জ্বমাদিউল সানি ১৪৪৬

বাজেট পরবর্তী নৈশভোজে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা



বাজেট পরবর্তী নৈশভোজে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাস উপলক্ষে অর্থ মন্ত্রণালয় আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩০ জুন, রবিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ নৈশভোজের আয়োজন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছলে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নৈশভোজে অংশ নেয়া সকল অতিথিদের সাথে অর্থ মন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীকে নিয়ে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৈশভোজে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা, মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

এর আগে, সকালে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়।


   আরও সংবাদ