ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ জৈষ্ঠ্য ১৪৩১, ২৪ রজব ১৪৪৬

সোনারগাঁও উপজেলায় নানা আয়োজনে আ'লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন



সোনারগাঁও উপজেলায় নানা আয়োজনে আ'লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): সোনারগাঁও উপজেলায় নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) পালন করা হয়েছে। 

রবিবার (২৩ জুন) সকাল ১০ ঘটিকায় নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

নারায়ণগঞ্জ - ৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও উপজেলা আ' লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর আয়োজনে এবং উপজেলা আ' লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল।

অনুষ্ঠানে উপজেলা আ' লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আ' লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বী, কোষাধ্যক্ষ মাহাবুব খান, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মোঃ সোহাগ রনি, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগন সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।

আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ সহযোগী অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা বর্ণাঢ্য র‍্যালীতে অংশ নেয়।


   আরও সংবাদ