ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১১ জ্বিলক্বদ ১৪৪৫

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন ইঞ্জিনিয়ার মাসুম



সোনারগাঁয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন ইঞ্জিনিয়ার মাসুম

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): সোনারগাঁয়ে নতুন বইয়ের ঘ্রাণে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। নতুন বছরের প্রথম দিনে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় উৎসবমুখর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সকাল ১১টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী, প্রতাপের চর সহ বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় উপজেলার বীর মু্ক্তিযোদ্ধাগন সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বই বিতরণ কালে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে সারাদেশে বই বিতরণ উৎসব পালিত হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবার বড় ধরনের কোনো উৎসব পালন করা হচ্ছে না। এক যুগের বেশি সময় ধরে শিক্ষবর্ষের শুরুর দিন উৎসব করে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করে সরকার।তবে ছোট্ট পরিসরে বই বিতরণ উৎসব হলেও দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে। বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেছে।


   আরও সংবাদ