ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩১, ২৫ রমজান ১৪৪৬

আলী হোসেন আলা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত



আলী হোসেন আলা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাসিক ৭ নং ওয়ার্ডে আলী হোসেন আলা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট - ২০২১ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে  জিলানী এন্টার প্রাইজ দলকে হারিয়ে আলী হোসেন আলা স্মৃতি সংসদ চ্যাম্পিয়ান হয়। 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের কদমতলী প্রধান মসজিদ সংলগ্ন মাঠে শুক্রবার সন্ধ্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ৩২" এল ই ডি টিভি ও পরাজিত দের মাঝে ২৪" এল ই ডি টিভি পুরস্কার বিতরণ করেন ফজলুল হক জুয়েল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শুরুর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মরহুম আলী হোসেন আলার স্মরনে দোয়া করা হয়।

পুরস্কার বিতরণ শেষে ফজলুল হক জুয়েল বলেন, যুব সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার আয়োজন করতে হবে। আমরা তাদেরকে যতবেশি খেলাধুলা কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারবো ততবেশি তারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে।’ ‘সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে আরও সুন্দর করে তোলে।


উক্ত ফাইনাল খেলাটি পরিচালনায় ছিলেন তোফায়েল আহমেদ, মোঃ ইসমাইল, তারেক হোসেন শুক্কুর, সোহেল, জুবায়ের আহমেদ, রবিউল সহ অন্যান্যরা।


   আরও সংবাদ