ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ জৈষ্ঠ্য ১৪৩১, ২৪ রজব ১৪৪৬

মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালিতে ইমরান ভূঁইয়া'র চমক



মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালিতে ইমরান ভূঁইয়া'র চমক

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

মহানগর যুবদলের র‍্যালিকে সফল করতে বন্দর উপজেলার যুবদল নেতা ইমরান ভূঁইয়া'র নেতৃত্বে মদনপুর ইউনিয়ন ও বন্দর থানা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলা ও মদনপুর ইউনিয়ন থেকে যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সু-সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে শহরের খানপুর হাসপাতাল রোডের মহানগর যুবদলের মূল বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন।

শহরের খানপুর হাসপাতাল রোড থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এই বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের মেট্রোহল থেকে মিশনপাড়া হয়ে চাষাড়া চত্বর সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিতাইগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় বন্দর উপজেলা যুবদল নেতা কামরুল হাসান রনি ও মদনপুর ইউনিয়নের ইমরান ভূঁইয়া'র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা যুবদল নেতা মোঃ বাবুল, জামান, আনোয়ার হোসেন, বাদল, মামুন, রিফাত, রাসেল, মেহেদী হাসান, আলামিন, রিপন, সজীব, সুমন, রাসেল, রিফাদ, সাব্বির, জহিরুল, সাব্বির আহমেদ, সজিব হোসেন, জাহাঙ্গীর, দেওয়ান, জাহিদুল হাসান, শেখ সাইদুল, জাহাঙ্গীর আলমসহ বন্দর উপজেলা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ