ঢাকা, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ ফাল্গুন ১৪৩১, ৩ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক



জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার "খ" জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ) শংকর সরকার সঙ্গীয় ফোর্স সহ রুপগঞ্জ থানা এলাকা থেকে ২ (দুই) কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা ডিবি পুলিশ রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দিঘিবরাব সাকিনস্থ জনৈক মোঃ কবির হোসেন ভূইয়া এর দুইতলা ভবনের আশেপাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে ১। মোঃ মুন্না (২৬), পিতা-মোঃ শাহ আলম, মাতা-মোসাঃ ময়না বেগম, গ্রাম-চনপাড়া, (২নং ওয়ার্ড), জনৈক ভান্ডারীর বাড়ির সামনে, অপর আসামি ২। মোঃ আজগর আলী (২৭), পিতা-হাসান আলী, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, গ্রাম-চনপাড়া (২নং ওয়ার্ড), উভয় আসামি জেলার রূপগঞ্জ থানার বাসিন্দা। 

আটককৃত ধৃত ১নং আসামি মোঃ মুন্না (২৬) এর ডান হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ০২ (দুই) কেজি গাঁজা, যার বর্তমান আনুমানিক মূল্য (০২X২০,০০০)=৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা সম্পর্কে আরো জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উপস্থিত করা হলে তারা জানায় যে, উক্ত জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা আসামি মোঃ মুন্না (২৬) দীর্ঘদিন যাবৎ জ্ঞাতসারে নিজ হেফাজতে রেখে ২নং আসামি আজগার আলী (২৭) এর সহযোগীতায় জেলার রূপগঞ্জ থানার চনপাড়াসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


   আরও সংবাদ