ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১১ জ্বিলক্বদ ১৪৪৫

“ওয়াক্ফ সম্পত্তি” সরকারের দ্বিতীয় সম্ভাবনাময় রাজস্ব খাত - এম.ছানাউল্লাহ



“ওয়াক্ফ সম্পত্তি” সরকারের দ্বিতীয় সম্ভাবনাময় রাজস্ব খাত - এম.ছানাউল্লাহ

“ওয়াক্ফ সম্পত্তি” সরকারের দ্বিতীয় সম্ভাবনাময় রাজস্ব খাত বাস্তবায়নের লক্ষ্যে সরকারের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

ওয়াক্ফ কর্তৃক প্রদত্ত সম্পত্তি সরাসরি জনস্বার্থে মসজিদ-মাদ্রাসা, খানকা, মাজার শরীফ, সরাইখানা, কবরস্থান ও পাঠশালা সেবামূলক জনগুরুত্বপূর্ণ খাতকে সঠিকভাবে তদারকির স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

অদ্যবধি উল্লেখিত গুরুত্বপূর্ণ খাতটি জন কল্যাণে পূর্ণতা লাভে ব্যর্থ। সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে উপ-সচিব, সহকারী প্রশাসক উনারা কাজগুলো সময় ক্ষেপণ সহ প্রায়শই অমিমাংসীত করে রাখছে যাহা মতোয়াল্লীদের বিরক্তির কারণ যা নিরপেক্ষ তদন্তে অ-সম বিষয়াদি বের করা সম্ভব। শুধুই দায়সারা ও সময় ক্ষেপণ অধঃস্তন যা বলছে উর্দ্ধতন কর্মকর্তা তা সঠিকভাবে তদারকির অভাবে ওয়াকিফদের ইচ্ছার প্রতিফলন ঘটছে না যা সত্যিই দুঃখজনক।

ওয়াক্ফ প্রশাসকই পারে ওয়াক্ফ আইন যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশের দ্বিতীয় রাজস্ব আয়ের সম্ভবনাময় খাতকে বাস্তবে রূপদান করা সময়ের দাবী। দেখা গেছে, দেশের বাহিরে থেকে বা অন্য দেশের নাগরিক হয়েও নীতি বহির্ভূতভাবে মতোয়াল্লীদের আপত্তি স্বত্বেও ওয়াক্ফ প্রশাসককে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে বহাল তবিয়তে আছেন। এতে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে এবং সরকারের বিশাল ওয়াক্ফ সম্পত্তি দিন দিন হাতছাড়া ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এক শ্রেণীর কূ-চক্রী মহলের অধীনে চলে যাচ্ছে এ বিশাল সম্পত্তি যা জাতির জন্য অশুভ।

এখনো সময় আছে জনস্বার্থে এ বিশাল ওয়াক্ফ সম্পত্তিকে দেশের কল্যাণে ব্যবহারের লক্ষ্যে সরকারকে দায়সারা প্রশাসকের পরিবর্তে চৌকস ও সাহসী প্রশাসক নিয়োগ সময়ের দাবী। ঘুষ, দুর্নীতি, স্বজন-প্রীতি চিরতরে বন্ধ করার লক্ষ্যে প্রয়োজন বিচক্ষণ সেনা কর্মকর্তা নিয়োগই বদলে দিতে পারে এই খাতের সম্ভাবনাকে।

এ ছাড়া প্রশাসনে দক্ষ জনবল উপযুক্ত প্রশিক্ষণ ও কঠোর তদারকির মাধ্যমে এই সেবামূলক দ্বিতীয় সম্ভবনাময় রাজস্ব খাতকে বাস্তবে রূপদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।


   আরও সংবাদ