ঢাকা, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ ফাল্গুন ১৪৩১, ৩ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনে ভোট কেন্দ্র দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার অনুমতি পাচ্ছে



নির্বাচনে ভোট কেন্দ্র দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার অনুমতি পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পর্যবেক্ষনে সাংবাদিক নীতিমালা সংশোধন করে নতুন করে নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মোঃ আনিসুর রহমান বলেন, শর্তসাপেক্ষে নির্বাচনের ভোট কেন্দ্র পর্যবেক্ষণে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এ-সংক্রান্ত নীতিমালা মঙ্গলবার জারি করা হতে পারে।

তিনি আরও বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে আর কোনো বাধা নেই। 

এর আগে ২৫ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ নীতিমালা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞায় পরিবর্তন করা হচ্ছে।


   আরও সংবাদ