ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১১ জ্বিলক্বদ ১৪৪৫

গাজীপুরে কথিত ৫ সাংবাদিক আটক তিন মাসের জেল



গাজীপুরে কথিত ৫ সাংবাদিক আটক তিন মাসের জেল

নিজস্ব প্রতিবেদক: সাদা রঙের নোহা (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৫২) মাইক্রোবাস। ওই গাড়িতে চেপে সরাসরি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আসেন কথিত পাঁচ সাংবাদিক। তারা নিজেদের বিভিন্ন মিডিয়া হাউজের কর্মী বলে পরিচয় দেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করে আর্থিক সুবিধা দাবি করেন। তিনি এতে রাজি না হলে তারা দূর থেকে এসেছেন বলে জানান। একপর্যায়ে গাড়ির তেল খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করেন তারা।

বিষয়টি সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় মূলধারার গণমাধ্যমকর্মী এবং পরিচয় দেওয়া হাউজগুলোর সঙ্গে যোগাযোগ করেন। তাতে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। প্রতারণার দায়ে ওই পাঁচজনকে জেল-জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ভূমি অফিসে এমনই ঘটনা ঘটেছে। কথিত পাঁচ সাংবাদিকের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।


   আরও সংবাদ