ঢাকা, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা



দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে আগামীকাল (২৩ নভেম্বর, বৃহস্পতিবার) আ. লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে তিনটি বিভাগের সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত হবে। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১১টায় এ সভা শুরু হবে। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল দলীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়ে টানা কয়েক দিন চলবে। এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০শে নভেম্বর। এ জন্য দুদিন সময় হাতে রেখে প্রার্থীদের নাম চূড়ান্ত করতে চায় ক্ষমতাসীনরা।

নির্বাচন কমিশনের ঘোষণা তফসিল অনুযায়ী নমিনেশন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৩ ইং, যাচাই বাছাই প্রক্রিয়া শেষ সময় ০৪ ই ডিসেম্বর ২০২৩ ইং, প্রার্থীর আপিল ১৫ ডিসেম্বর ২০২৩ ইং, প্রার্থীতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর ২০২৩ ইং, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ২০২৩ ইং, প্রচার প্রচারনা শুরু ১৮ ডিসেম্বর ২০২৩ ইং থেকে ০৫ জানুয়ারি ২০২৪ ইং পর্যন্ত এবং নির্বাচন ০৭ জানুয়ারি ২০২৪ ইং।


   আরও সংবাদ