প্রেস বিজ্ঞপ্তিঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুগদা থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারী স্থানীয় একটি হোটেলে আলাচনার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে দৈনিক নিরপেক্ষ সংবাদের নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আহবায়ক ও দৈনিক বাংলাদেশ সমাচারের প্রধান প্রতিবেদক মোঃ জাহিদুর রহমান সদস্য সচিব মনোনীত হয়েছেন। আগামী ৩ মাসের মধ্যে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসন ও সুশিল সমাজের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
প্রকাশ থাকে যে, রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদায় বসবাসকারী ও কর্মরত সাংবাদিকদের সংগঠন মুগদা প্রেস ক্লাব।
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করবে মুগদা প্রেস ক্লাব।