ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩২, ২০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে এফবিজেও'র আলোচনা সভা



ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে এফবিজেও'র আলোচনা সভা

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর আয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা রাজধানীর মাতুয়াইল মেডিক্যাল বিশ্বরোড সংলগ্ন হিউম্যান রাইটস অটিডোরিয়ামে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় এফবিজেও'র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইয়ার সভাপতিত্বে ও অর্থ সচিব আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এফবিজেও'র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ  বিভিন্ন পত্রিকার সম্পাদক, সম্পাদকীয় কর্মকর্তা, বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা। 

আলোচনা সভায় বক্তারা তাদের নিজ নিজ সংগঠনের পক্ষে ডিজিটাল নিরাপত্তা আইন এর কতিপয় ধারার  কথা বলেন যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে সাংঘর্ষিক। এ সকল ধারা অবিলম্বে সংশোধন করার দাবি জানানো হয়। 

সভায় সভাপতির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া বলেন, একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল এই আইনকে ব্যবহার করে সাংবাদিকদের হয়রানি সহ নানা ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য এই আইনটি ব্যবহার করে সাংবাদিকদের গ্রেফতার ও হামলা মামলার মাধ্যমে নির্যাতন চালাচ্ছে। এই আইনে গ্রেফতারকৃত সকল সাংবাদিকের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি এবং এই আইনের সাংবাদিকদের সাথে সাংঘর্ষিক ধারা সমূহ অবিলম্বে সংশোধন করা না হলে  বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - এফবিজেও'র স্থায়ী পরিষদের সদস্য ও বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, এফবিজেও সহ সাংগঠনিক সচিব ডেমরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া সহ সাংগঠনিক সচিব ইসমত তোহা, মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডেমরা প্রেসক্লাবের উপদেষ্টা  এস এম আবু তাহের মিয়াজী, দৈনিক নববানী পত্রিকার নির্বাহী সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম সজল, দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ খোরশেদ আলম, আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল আলম ভূঁইয়া, এফবিজেও'র ধর্ম বিষয়ক সচিব আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার রুবেল মিয়া, আইনি সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর নারী মানবাধিকার কর্মী রুমানা ইসলাম চৌধুরী সহ এফবিজেও এর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।


   আরও সংবাদ