বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন এ উপলক্ষে রবিবার বর্ণাঢ্য আনন্দ র্যালি করবে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ।
প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে সোনারগাঁও উপজেলা আ'লীগের দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি জরুরি নোটিশ দিয়েছেন নারায়ণগঞ্জ - ৩ (সোনারগাঁও) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।
তিনি নিজ ফেসবুক আইডিতে দলীয় নেতাকর্মীদের যে বার্তা দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো। সকল নেতৃবৃন্দের জন্য জরুরী নোটিশঃ আসছে ২৩ শে জুন, ২০২৪ রোজ রবিবার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ও ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষ্যে - সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত এর নেতৃত্বে, মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত উপজেলা আ' লীগের কেন্দ্রীয় কার্যালয় হইতে সকাল ৯ ঘটিকায় এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।
উক্ত আনন্দ র্যালিতে উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য/ইউনিয়ন/ওয়ার্ড, সকল নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, মেম্বার এবং সকল সহযোগী সংগঠনের নেতৃত্বে মিছিল সহকারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল।