ঢাকা, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ ফাল্গুন ১৪৩১, ৩ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

সোনারগাঁও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত SPL T-20 টুর্নামেন্টের শুভ উদ্বোধন



সোনারগাঁও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত SPL T-20 টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): সোনারগাঁও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসনাত SPL T-20 ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত SPL T-20 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ (২ ফেব্রুয়ারি, শুক্রবার) সকালে উপজেলার পৌরসভায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মোঃ সোহাগ রনি, সদস্য সানজিদ হাসনাত, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এর বিভিন্ন নেতৃবৃন্দ।

শেখ রাসেল স্পোটিং ক্লাবের আয়োজনে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন বনাম মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স দল ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন ৩ ইউকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে জয় লাভ করেন। টুর্নামেন্টটিতে মোট ১১টি দল অংশগ্রহণ করছেন।


   আরও সংবাদ