ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩১, ২৫ রমজান ১৪৪৬

মহাসড়কে চাঁদাবাজি শিমরাইল হাইওয়ে পুলিশের হাতে আটক ১



মহাসড়কে চাঁদাবাজি শিমরাইল হাইওয়ে পুলিশের হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজিকালে এক চাঁদাবাজকে আটক করেছে শিমরাইল হাইওয়ে থানা পুলিশ।

২২ জুন, (শনিবার) সকাল আনুমানিক ০৮:৫৫ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটককৃত আসামি হলো বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন জোনারচর এলাকার রিপন(৪৪)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে শিমরাইল হাইওয়ে থানা পুলিশ কর্তৃক উক্ত চাঁদাবাজকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে চাঁদাবাজির ১ হাজার ২০ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ