ডেস্ক রিপোর্ট: মোটরসাইকেল বা মোটরবাইক সার্ভিসিং এর সময় যেসকল গুরুত্বপূর্ণ কাজ করা জরুরি ;
???? ১ম কাজ : মোটরসাইকেল ধুয়ে মুছে পরিষ্কার করুন। ভালোভাবে কম্প্রেসার বাতাস দিয়ে শুকিয়ে ফেলুন।
???? ২য় কাজ : স্পার্ক প্লাগ, প্লাগের স্থান পরিষ্কার করুন , প্লাগ এর গ্যাপ (০.৮ - ০.৯ এমএম ) ঠিক করুন।
???? ৩য় কাজ : ভাল্ভ / টেপেট ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা দেখুন , না থাকলে ঠিক করুন। (হাতের আন্দাজে করলে ভালো হবে না, পারফেক্ট চাইলে ফিলার গজ দিয়ে কাজটা করুন।)
???? ৪র্থ কাজ : আইডল আরপিএম ঠিক করুন। ১২০০-১৫০০ আরপিএম মধ্যে রাখুন।
???? ৫ম কাজ : ফুয়েল লাইনের কোথাও লিক, ফাটা আছে কিনা দেখুন। চেক করুন।
???? ৬ষ্ঠ কাজ : এয়ার ফিল্টার নির্দেশিকা অনুসারে পরিস্কার করুন।
???? ৭ম কাজ : ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার পরিবর্তন করুন।
???? ৮ম কাজ : সামনের এবং পিছনের ব্রেক চেক করুন। সমন্বয় করুন।
???? ৯ম কাজ : ক্লাচ লিভার ফ্রি প্লে চেক করুন। সমন্বয় করুন। (সাধারনত ১০-১৫ এমএম।)
???? ১০ম কাজ : চাকার হাল /অবস্থা দেখুন, কাচ, ছোট পিন, পেরেক কোথাও লুকায়ে আছে কিনা দেখুন। পরিষ্কার করুন। মেয়াদ উত্তীর্ণ মার্কিং স্পর্শ করলে চাকা পরিবর্তন করুন।
???? ১১তম কাজ : উভয় চাকার বিয়ারিং ঢিলা বা ক্ষতিগ্রস্ত কিনা চেক করুন।
???? ১২তম কাজ : হ্যান্ডেল বার ডান দিকে বাম দিকে মসৃন ভাবে ঘুরতেছে, কোথাও টাইট ঢিলা অনুভুত হলে এডজাস্ট করুন।
???? ১৩তম কাজ : সামনের চাকার ফর্ক (সাসপেন্সান ), পিছনের চাকার শক (সাসপেন্সান ) ঠিকভাবে কাজ করছে, তেল লিক হচ্ছে কিনা চেক করুন।
???? ১৪তম কাজ : ড্রাইভ চেইন বেশি ঢিলা , বেশি টাইট থাকলে এডজাস্ট করুন , চাকার দুপাশের মার্কিং অনুযায়ী চেইন সমান্তরাল করুন। নির্দেশিত লুব্রিকেন্ট চেইন এ লাগান।
???? ১৫তম কাজ: সকল নাট বোল্ট চেক করুন , ঢিলা হলে টাইট করুন।
???? ১৬তম কাজ : সকল বাতি, ইলেকট্রিকেল সুইচ পরীক্ষা করুন।
???? ১৭তম কাজ : চাকার হাওয়ার প্রেসার চেক করুন, প্রয়োজনে হাওয়া দিন।
???? ১৮তম কাজ : আইডল আরপিএম এ নির্গত ধোয়ায় কার্বন ডাই অক্সাইড পরিমাপ করুন, সমন্বয় করুন। (আধুনিক সুবিধাযুক্ত সার্ভিসিং সেন্টার ছাড়া সম্ভব নয়।)
???? ১৯তম কাজ : সকল নড়াচড়া স্থান (মেটাল টু মেটাল) চেক করুন, লুব্রিক্যান্ট দিন। সাইড স্ট্যান্ড, সেন্টার স্ট্যান্ড , স্প্রিং এর দুই প্রান্ত।
???? ২০তম কাজ : উভয় চাকার ব্রেক সুইচ চেক করুন।
???? ২১তম কাজ : ক্লাচ ক্যাবল, থ্রটল ক্যাবল চেক করুন, ব্রেক ক্যাবলে লুব্রিক্যান্ট দিন।
???? ২২তম কাজ : উপরের সব শেষ হলে একটা টেস্ট ড্রাইভ দিন। এরপর ক্লিন করে পালিশ করুন।