ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ চৈত্র ১৪৩১, ৮ জ্বমাদিউল সানি ১৪৪৬

সোনারগাঁও উপজেলা সহ সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা - মামুন আহমেদ রাশেদ



সোনারগাঁও উপজেলা সহ সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা - মামুন আহমেদ রাশেদ

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদ-উল-আযহা।পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোনারগাঁও উপজেলা সহ দেশবাসী সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ।

এক শুভেচ্ছা বার্তায় মামুন আহমেদ রাশেদ বলেন, পবিত্র ঈদুল আযহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের মধ্যে একটি। বাংলাদেশে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এ উৎসবের আনন্দ বিশ্বের সমগ্র মুসলিমের।

তিনি আরও বলেন, মহান আল্লাহর আদেশে হযরত ইবরাহীম (আঃ) তাঁর আপন পুত্র ইসমাইলকে কুরবানি করার ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদুল আযহা পালন করে। এ আনন্দ আল্লাহর নৈকট্য লাভের এবং গুনাহ মাফের। ঈদ-উল-আযহা গরিব-দুঃখীর সাথে একাত্ম হওয়া, পশু কোরবানীর সাথে সাথে মনের পশুকে পরাস্থ করার আনন্দ। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত আনন্দ-পবিত্র ঈদুল আযহা আমাদের এ শিক্ষাই দেয়।

এ শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হোক সবাই। ত্যাগ এবং কুরবানির শিক্ষা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে আসন্ন। পশু কুরবানির মাধ্যমে মনের পাপ পঙ্কিলতা দূর করে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার এক সুবর্ণ সুযোগ। ঈদুল আযহা উদযাপনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কুরবানির গোশত বিতরণের মাধ্যমে আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবো। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।


   আরও সংবাদ