ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ চৈত্র ১৪৩১, ৮ জ্বমাদিউল সানি ১৪৪৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধি



জ্বালানি তেলের দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে নতুন করে দাম বাড়ানো হয়েছে অকটেন, পেট্রোল ও ডিজেলের।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ দফায় অকটেনের দাম ১৩১ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা ও ডিজেলের দাম ১০৭ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সরকার প্রতিমাসে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয় করে থাকে। প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য ০.৭৫ টাকা এবং পেট্রোল ও অকটেনের মূল্য ২.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে মূল্য সমন্বয়ের পর এবার সারাদেশে জ্বালানি তেলের দাম বেড়েছে।


   আরও সংবাদ