ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১০ জ্বিলক্বদ ১৪৪৫

নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান



নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান

ওমর ফারুক রুবেল (স্টাফ রিপোর্টার): রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের জোন ৬/৩ এর আওতাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের মাদানী নগর এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা।

আজ (৫ মে ২০২৪,রবিবার) নাসিক ৩ নং ওয়ার্ডের মাদানী নগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জোন ৭ ও জোন ৮ এর পরিচালক মোঃ মনির হোসেন হাওলাদার ও রাজউকের ৬/৩ জোনের অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম এর যৌথ পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করা হয়।

অভিযানে মাদানী নগর ও মাদানী নগর চৌরাস্তা এলাকায় বেশ কয়েকটি ভবন পরিদর্শনে করা হয়। উচ্ছেদ অভিযানে প্রথমে মাদানী নগর এলাকায় সিটি টাওয়ার ভবনের মালিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন। রাজউক উর্ধ্বতন কর্মকর্তারা ভবনটির অনেকাংশ নকশা বহির্ভূত দেখতে পান পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙ্গে ফেলে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই চিত্র দেখা গেছে মাদানী নগর চৌরাস্তা এলাকার ভবন মালিকদের রাজউকের উচ্ছেদ অভিযান দেখা মাত্রই সটকে পড়েন তারা। পরে নকশা বহির্ভূত একটি ভবনের আংশিক ভেঙ্গে ফেলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপর একটি ভবনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় বহুতল ভবনগুলোর নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা অবৈধ বর্ধিতাংশ ভবন মালিকরা নিজ দায়িত্বে ভেঙ্গে ফেলবেন এই মর্মে অঙ্গীকার নামা নেওয়া হয়।

অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনির হোসেন হাওলাদার বলেন, রাজউক থেকে অনুমোদন নিয়ে এই এলাকায় যেসকল নকশা বহির্ভূত ভবন রয়েছে সে সব ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। বাকি যে সকল রাজউকের ভবন তৈরি বিধিমালা বা নিয়ম না মেনে যেসকল নকশা বহির্ভূত ভবন নির্মাণ করা হচ্ছে সে সকল ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন - ৬/৩ এর অথরাইজড অফিসার জনাব ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম এর নেতৃত্বে, সহকারী অথরাইজড অফিসার জনাব মোঃ সুরোত আলী রাসেল, প্রধান ইমারত পরিদর্শক জনাব কাওছার আহম্মেদ, প্রধান ইমারত পরিদর্শক  মোঃ মাসুম বিল্লাহ, ইমারত পরিদর্শক জনাব মোহাম্মদ আল মামুন, ইমারত পরিদর্শক জনাব মোঃ জিল্লুর রহমান, ইমারত পরিদর্শক জনাব আবু বকর সিদ্দিকী, ইমারত পরিদর্শক জনাব শাহ  মোঃ আরাফাত, ইমারত পরিদর্শক জনাব মোঃ ইয়াছিন মিয়া, ইমারত পরিদর্শক জনাব আসিফুর রহমান, ইমারত পরিদর্শক জনাব মোঃ আব্দুর রহিম ইমারত পরিদর্শক শামীম রেজা সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।


   আরও সংবাদ