ঢাকা, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

সোনারগাঁও উপজেলা বাসীকে পহেলা নববর্ষের শুভেচ্ছা - মামুন আহমেদ রাশেদ



সোনারগাঁও উপজেলা বাসীকে পহেলা নববর্ষের শুভেচ্ছা - মামুন আহমেদ রাশেদ

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): বাংলা নববর্ষ ১৪৩১। এ উপলক্ষে সোনারগাঁও উপজেলার সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ। 

এক শুভেচ্ছা বার্তায় মামুন আহমেদ রাশেদ বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ষড়ঋতুর এ দেশে কালের পরিক্রমায় বছর ঘুরে আসে নববর্ষ। অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে নতুন আশা, নতুন উদ্দীপনায় প্রাণিত হবার উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে সোনারগাঁও উপজেলা বাসীকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। এ দিনটি আমাদের পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরন্ত প্রেরণা যোগায়। পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি, প্রথা, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক-বাহক। আমাদের এ বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বকীয়তা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। নববর্ষের এ শুভক্ষণে ধুয়ে মুছে যাক পুরনো বছরের সব জঞ্জাল, হতাশা ও ব্যর্থতার গ্লানি। নববর্ষ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ।


   আরও সংবাদ