ঢাকা, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

সোনারগাঁও উপজেলা সহ দেশবাসীকে পহেলা নববর্ষের শুভেচ্ছা - এমপি আব্দুল্লাহ্ আল কায়সার



সোনারগাঁও উপজেলা সহ দেশবাসীকে পহেলা নববর্ষের শুভেচ্ছা - এমপি আব্দুল্লাহ্ আল কায়সার

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): শুভ নববর্ষ ১৪৩১ উপলক্ষে ও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এ পহেলা বৈশাখে সোনারগাঁও উপজেলা সহ দেশবাসীকে পহেলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ - ৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

এক শুভেচ্ছা বার্তায় এমপি আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এ দিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নব–প্রাণে নব-অঙ্গীকারে। সারাবছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে সবাইকে আজ নব-আনন্দে জেগে ওঠার উদাত্ত আহ্বান জানাই। পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য। মোগল সম্রাট আকবর ‘ফসলি সন’ হিসেবে বাংলা সন গণনার যে সূচনা করেন, তা সময়ের পরিক্রমায় আজ সমগ্র বাঙালির কাছে অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে। বাঙালির আত্মপরিচয় ও শেকড়ের সন্ধান মেলে এর উদ্‌যাপনের মধ্য দিয়ে। পহেলা বৈশাখের দিকে তাকালে বাঙালি তার মুখচ্ছবি দেখতে পায়। বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিত ভাবে বেড়ে ওঠার বাতায়নে, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে। পহেলা বৈশাখ নতুন ভাবনা, নতুন এক মাত্রা নিয়ে আসে আমাদের মাঝে।

তিনি আরও বলেন, বিগত বছরের গ্লানি, পুরাতন স্মৃতি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে আমরা এগিয়ে যাবো এবারের নববর্ষে এ হোক আমাদের প্রত্যয়ী অঙ্গীকার। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।


   আরও সংবাদ