নিজস্ব প্রতিবেদক: রমজান উপলক্ষে ১৮টি প্রতিষ্ঠান ২৩ কোটি ৬৬ লাখ টাকায় ৩২৯ টন এলাচ আমদানি করেছে। গত তিন মাসে আমদানি করা এসব এলাচ কিনতে প্রতি কেজিতে গুনতে হয়েছে ৭১৯ টাকা।
৫৮ শতাংশ ট্যাক্স, ভ্যাট ও ডিউটি যুক্ত করলে প্রতি কেজির দাম দাঁড়ায় ১ হাজার ২৩৯ টাকা। এর সঙ্গে পরিবহন ও শ্রমিকের ব্যয় বাবদ আরও ২০০ টাকা যুক্ত করলে খরচ ১ হাজার ৪৩৯ টাকা। প্রতি কেজিতে ১০০ টাকা লাভ ধরলে তা বিক্রি হওয়ার কথা ১ হাজার ৫৩৯ টাকা।
কিন্তু ভালো মানের বড় এলাচ পাইকারি মোকামেই বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। খুচরা বাজারে দাম সাড়ে ৩ হাজার টাকা।
কাস্টমসের আমদানি চিত্র অনুযায়ী, গত তিন মাসে এলাচ এনেছে ১৮টি প্রতিষ্ঠান। প্রতি কেজি এলাচ আনতে দাম পড়েছে ৬০০ থেকে ৭৯০ টাকা। গড় করলে দাঁড়ায় ৭১৯ টাকা।
পাঁচটি চালানে চট্টগ্রামের এবি দাশ অ্যান্ড ট্রেডিং কোম্পানি সর্বোচ্চ ৫০ হাজার ৩৮০ কেজি এলাচ এনেছে।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) হিসাব অনুযায়ী, দেশে বছরে এলাচের চাহিদা ৭ হাজার টন। ভারত ও গুয়েতেমালা থেকেই বেশি আসছে এই পণ্য।
দেশে প্রায় দেড় হাজার কোটি টাকার বাজার আছে এলাচের। ঈদের আগে-পরে চাহিদা বেশি থাকে। রমজান সামনে রেখে চোরাই পথেও এসেছে এলাচ।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হিসাবে, ২০১৬ সালে এলাচের দাম ছিল প্রতি কেজি ১ হাজার ২৪০ থেকে ১ হাজার ৪৪০ টাকা। কিন্তু এখন দাম দ্বিগুণ।