বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে দেশ বিদেশের সকল মুসলমান ভাই ও বোন কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বী।
এক বার্তায় এডভোকেট ফজলে রাব্বী বলেন, রমজান মাস আমাদের কাছে অত্যন্ত সুখ এবং নিজেকে শুদ্ধ করার মাস। রমজান মাসকে আত্মশুদ্ধির মাস বলার কারণ, এই মাসে মহান আল্লাহ্ তায়লা তাঁর সকল বান্দাদের গুনাহ মাফ করে দেন।
তিনি আরও বলেন, বান্দা যদি আল্লাহর কাছে মাফ চান ক্ষমা চেয়ে অনুতপ্ত হন। আল্লাহ্ তাঁকে ক্ষমা করে দেন।তাই রমজান মাসকে হাজার মাসের থেকে উত্তম মাস বলা হয়। আল্লাহ্ তায়ালা পবিত্র রমজান মাসে সবাইকে বেশী বেশী আমল করার তৌফিক দিন। রমজান আমাদের জীবনে নিয়ে আসুক অনাবিল শান্তি, সমৃদ্ধি।
আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে ৩০ টি রোজা পালন করার মানসিক শক্তি দিন।সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।