ঢাকা, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৮ লক্ষ ৫০ জরিমানা



রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৮ লক্ষ ৫০  জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল (১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার) থেকে (১৪ ফেব্রুয়ারি, বুধবার) মাঝরাত পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৮,৫০,০০০/- (আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। 

যার মধ্যে ১। সিমফনি ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজ’কে নগদ-৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ২। এ.কে.এস. ক্যাবল’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৩। নাজমা ফুড এন্ড বেভারেজ’কে নগদ-৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা, ৪। এম.ভি. কর্পোরেশন এন্ড স্টিকস্’কে নগদ-৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, ৫। হাসান কেমিক্যাল কোম্পানী’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৬। এস.টি.জেড. ট্রেডার্স’কে নগদ-৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ৭। এম.এফ. কেমিক্যাল এন্ড কোম্পানী’কে নগদ-৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ৮। পিউর কনজিউমার’কে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও ৯। মিল্লাত মেনুফেকচারিং কোম্পানী’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।


   আরও সংবাদ