ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ চৈত্র ১৪৩২, ৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

পল্টনে যাত্রীবাহী বাসে আগুন



পল্টনে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ২০ নভেম্বর ২০২৩ ইং সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। 

সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহনের বাসটি পল্টন এলাকায় পৌঁছালে এতে আগুন দেওয়া হয়। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের এক যাত্রী জানান, বাসটি পল্টন আসার পর বেশ কয়েকজন তাড়াহুড়ো করে নেমে যায়। এরপরই বাসের পেছন দিকে আগুন জ্বলতে দেখা যায়। পরে পথচারীরা আগুন নেভায় বলে জানান তিনি।

এর আগে, দুপুরে মিরপুরে বিআরটিসির একটি ডাবল ডেকার বাস ও মতিঝিল এলাকায় অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।


   আরও সংবাদ