ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১১ জ্বিলক্বদ ১৪৪৫

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ১২



কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ১২

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুরকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে যাত্রীবাহী এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের পেছনের দুটি বগি তছনছ হয়ে গেছে। এ ঘটনায় ১২ জন ট্রেনযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও অনেক যাত্রী ট্রেনের নিচে আটকা পড়েছেন। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভৈরবের স্টেশন মাস্টার জানান, বিকাল সাড়ে ৩টার সময় এ ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা আছে। আপাতত ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ আছে।


   আরও সংবাদ