ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ চৈত্র ১৪৩১, ৮ জ্বমাদিউল সানি ১৪৪৬

জাতীয় সংসদ নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবেনা রাশিয়া



জাতীয় সংসদ নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবেনা রাশিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি। তিনি বলেছেন, ‘রাশিয়া বাংলাদেশের নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনের পর যারা সরকার গঠন করবে, আমরা তাদের সঙ্গে থেকে একযোগে কাজ করব।

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রুশ রাষ্ট্রদূত এ কথা বলেন। এ সময় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে দুই দেশের ‘দ্বিপক্ষীয় বিষয়’ উল্লেখ করে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ বিলম্বিত হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, নির্ধারিত সময়সূচি বজায় রেখেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এরই মধ্যে এই কেন্দ্রের রি-অ্যাক্টর প্রেশার ভেসেল স্থাপন সম্পন্ন হয়েছে।


   আরও সংবাদ