ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১০ জ্বিলক্বদ ১৪৪৫

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা - নুরুজ্জামান জজ



ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা - নুরুজ্জামান জজ

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভাষা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন বাংলাদেশ আওয়ামী মটরচালক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি হাজী মোঃ নুরুজ্জামান জজ।

হাজী নুরুজ্জামান জজ বলেন,১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের রক্তস্নাত পথে উন্মেষ ঘটে বাঙালির জাতীয় চেতনা, বাঙালি খুজে পায় তার জাতিসত্তার আত্মপরিচয়ের দিশা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় আত্ম পরিচয় বিনির্মাণে শুরু হয় স্বাধিকার আন্দোলনের নতুন অভিযাত্রা। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট ঘোষিত ২১ দফা বাস্তবায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধানে গঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান নিযুক্ত হয়েছিল প্রয়াত রাষ্ট্রপ্রতি জননেতা জিল্লুর রহমান।

তিনি আরও বলেন,তারপরের ইতিহাস ছিল শুধুই আন্দোলন সংগ্রাম। যার নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা দিয়েছেন ভাষার অধিকার আর স্বাধীনতা। জননেত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন বাংলা ভাষার আন্তর্জাতিক সম্মান।

জননেত্রী শেখ হাসিনার অবদান মাতৃভাষার সম্মান। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।


   আরও সংবাদ