ঢাকা, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ পৌষ ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৬

এস আর ক্রীড়া সংঘের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



এস আর ক্রীড়া সংঘের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: এস আর ক্রীড়া সংঘের উদ্যোগে আলোচনা ও ইফতার পার্টি’র আয়োজন করা হয়েছে। ১২ রমজান বৃহস্পতিবার (১৪ এপ্রিল ২০২২) ঢাকার সায়েদাবাদের চাই পাই চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। 

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, এস. আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের কর্ণধার ও এস আর ক্রীড়া সংঘের সভাপতি এ্যাড. শাহিদা রহমান রিংকু’র সভাপতিত্বে এবং এস আর ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক দেওয়ান মো: মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এস আর ক্রীড়া সংঘের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন এস. আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। 

এস আর ক্রিড়া সংঘের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আকতার দেওয়ান,সুরুজ দেওয়ান, আনোয়ার দেওয়ান, ইয়াকুব আলী, মোঃ মহিউদ্দিন, আলমগীর হোসেন, মোঃ মিজানুর রহমান ভান্ডারী,মোঃ মামুন হোসেন, মোঃ সেলিম, মোঃ রায়হান, মোঃ মনির, মোঃ প্রান্ত।
আলোচনা সভায় বক্তৃতারা এস আর ক্রিড়া সংঘের সকল ইতিবাচক কর্মসুচিতে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

সভাপতির বক্তব্যে এডভোকেট শাহিদা রহমান রিংকু বলেল, ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানকে সামনে রেখে এস আর ক্রিড়া সংঘের পথচলা।

স্থানীয় যুব ও ছাত্র সমাজকে ক্রিড়া ও বিনোদনের মাধ্যমে ইতিবাচক সমাজ প্রতিষ্ঠায় জাগ্রত হওয়ার উপযোগী করে তুলতে আমরা নানা কর্মসুচি পালন করব।
সবাইকে সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসব এই আমাদের দ্বীপ্ত শপথ।


   আরও সংবাদ