ঢাকা, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ পৌষ ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৬

সোনারগাঁও থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আরামবাগ জনসভায় মাহফুজুর রহমান কালাম



সোনারগাঁও থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আরামবাগ জনসভায় মাহফুজুর রহমান কালাম

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আজ মেট্রোরেল এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের শুভ উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের আয়োজিত রাজধানীর আরামবাগে আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত হয়।

জনসমাবেশ সফল করতে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে  আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে পায়ে হেঁটে সমাবেশস্থলে যোগদান করেন। 

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর যোগদেন আরামবাগের সমাবেশে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সোনারগাঁও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সামসুজ্জামান সামসু সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


   আরও সংবাদ