বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুঁশি তাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন স্টার ওয়ান বাংলা টিভির চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ বাহাউদ্দিন।
এক বার্তায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি সর্বস্তরের মুসলিম উম্মাহর প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাছিল করাই আমাদের কাম্য। তিনি আরো বলেন পশু কোরবাণীর মাধ্যমে যেন আমরা প্রত্যেকেই নিজের মনের পশু কোরবানি করি। আর তবেই ত্যাগের মন মানসিকতা জাগ্রত হবে। এবং পশুত্ব বিলীন হবে বলে আশা করি।
হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে। এই প্রত্যাশায় স্টার ওয়ান বাংলা টিভির চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ বাহাউদ্দিন তার অন্তরের অন্তস্থল থেকে দেশবাসী সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।