নিজস্ব প্রতিবেদক: "ঈদ মানে খুশী ঈদ মানে আনন্দ" ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধা দ্বন্ধ। দেশ ও বিদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি মুসলিম জাতির আনন্দময় দিন ঈদুল আযহা। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব গাজী আরিফুল ইসলাম আলিনূর বন্দর উপজেলা এবং দেশবাসী সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব গাজী আরিফুল ইসলাম আলিনূর বলেন, ঈদুল আযহার যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। আমি পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বন্দর উপজেলা সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি ঈদ-উল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহার দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদ-উল আযাহা উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও "ঈদ মোবারক"।