ঢাকা, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ ফাল্গুন ১৪৩১, ৩ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত



মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি):১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ রানা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ডের উত্তর আজিবপুর প্রাইমারি স্কুল মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ক্লাবটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় ক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন রানার সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ আল-আমিন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ (মামুন) এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ নূর উদ্দিন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মের্সাস মেঘনা লাইমস এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল হাই মেম্বার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মোটর চালক লীগ ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি হাজী মোঃ নুরুজ্জামান জজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী আলী হোসেন আলেক, মোঃ কবির হোসেন, মোঃ সালামত উল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

বিজয় দিবস উপলক্ষে ক্লাবটির উদ্যোগে এলাকার নানা বয়সী শিশু-কিশোরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠানের অতিথিদের জন্য হাড়ী ভাঙ্গা খেলার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ নূর উদ্দিন মিয়া বলেন, ১৬  ডিসেম্বর বাঙালি জাতির এক গৌরবোজ্জল দিন। তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের। বিশেষভাবে স্মরণ করেন দুই লক্ষাধিক মা-বোনদের, যারা মুক্তিযুদ্ধকালে সম্ভ্রম হারিয়েছিলেন বা নির্যাতিত হয়েছিলেন। তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধের বিদেশী বন্ধু, শহিদ পরিবারের সদস্য ও সকল স্তরের জনগণকে, যারা এ বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন। এছাড়াও তিনি শিশু-কিশোরদের অভিভাবকদের উদ্যেশে বলেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সবসময় খেলাধুলার প্রতি মনোযোগী করবেন। খেলাধুলা সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ রানা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ বেপারী ও যুগ্ন-সাধারণ সম্পাদক ওমর ফারুক।


   আরও সংবাদ