বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান কালাম।
সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ১৪২ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী ৬১৯২ ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে মাহফুজুর রহমান কালাম (৮১,৯৫৯ ঘোড়া প্রতীক) ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবুল ওমর বাবু তিনি আনারস প্রতীকে ৭৫,৬২৫ ভোট পেয়েছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সারাদেশে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় দেশের ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়ে, একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ২৪টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ব্যালট পেপারে।