বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলার বৈদ্যর বাজার ইউনিয়ন আ. লীগের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।
সোনারগাঁও উপজেলার বৈদ্যর বাজার ইউনিয়ন আ. লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত ও তাঁর সহ ধর্মীনী রুবিয়া সুলতানা।
আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গনসংবর্ধনা স্থল।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
অনুষ্ঠানে নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমার দায়িত্ব হলো আপনাদের সুখ ও শান্তিতে রাখা এবং উন্নয়ন করা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, বৈদ্যর বাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু সহ বৈদ্যর বাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা।